Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হর্টিকালচার সেন্টার কুলাউড়া মৌলভীবাজার ।

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা  : হর্টিকালচার সেন্টার , কুলাউড়া , মৌলভীবাজার ।

প্রতিষ্ঠানের বিবরণ : মৌলভীবাজার জেলার , কুলাউড়া উপজেলার বড়লেখা রোড আউটার সংলগ্ন স্থানে উপজেলা সদর হাসপাতালের উত্তর -পশ্চিম পার্শ্বে অবস্থিত ।উদ্দেশ্য : উদ্যানতাত্তিক ফসলের চারা / কলম / বীজ / কাটিং উৎপাদন , বিতরণ , কৃষক /কৃষাণী প্রশিক্ষণ ও উদ্ধুদ্ধকরণ এবং ফলদ , বনজ ও ঔষধী চারা রোপনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা ।

মোট জমির পরিমাণ ও ব্যবহার (হেক্টরে) : ১.৩৭

সেন্টারের সেবা সমূহ :

১। প্রশিক্ষণ

২। কৃষকদের কারিগরি সহায়তা প্রদান ।

৩। বিভিন্ন উদ্যান ফসলের নতুনজাত প্রবর্তন ।

৪। সরকার নির্ধারিত সূলভ মূল্যে উন্নত মানের উদ্যান ফসলের চারা/কলম/কাটিং /কন্দ বিতরণ ।

বিদ্যমান সুবিধাদি :

(ক) বিভিন্ন উদ্যান ফসলে নতুন নতুন জাত প্রদর্শন ।

(খ) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান ।

(গ) চারা/কলম/কাটিং উৎপাদন এবং সরকার নির্ধারিত স্বল্পো মূল্যে চারা/কলম/কাটিং বিতরণ ।

(ঘ) বিভিন্ন প্রকার ফল বাগানের প্রদর্শনী স্থাপন ।

(ঙ) কৃষক এবং নার্সারীম্যান প্রশিক্ষণ ।

সেন্টারে প্রদর্শিত প্রযুক্তি সমূহ :

(১) গ্রাফটিং/লিয়ারিং এর মাধ্যমে উন্নতমানের চারা/কলম উৎপাদন ।

(২) রিজুভিনেশন ।

(৩) ভার্মি কম্পোষ্ট উৎপাদন ।

(৪) অর্নামেন্টাল গ্যালারী ।

(৫) ফলগাছ পরিচর্যা ।

(৬) বিভিন্ন ফলের নতুন নতুন জাত প্রদর্শন ।

(৭) সৌন্দর্য বর্ধন ।

(৮) ফল গাছের সার ব্যবস্থাপনা ।

(৯) ড্রাগন প্রদর্শনী ।

হর্টিকালচার সেন্টার , কুলাউড়া , মৌলভীবাজার জন্ম লগ্ন হতে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন ফলদ , শাক - সবজি , বনজ , ঔষধী , মসলা , ফুল , শোভাবর্ধনকারী গাছের চারা/কলম সহ উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের বীজ সরকারী যথাযথ নিয়মে বিক্রয় করে আসছে । অত্র সেন্টারের উৎপাদিত চারা/কলম/বীজ চাহিদা ও প্রয়োজন অনুযায়ী স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে । এই প্রতিষ্ঠানটি চারা/কলম বিক্রি করা ছাড়াও উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের সমস্যা সমাধানের জন্য কৃষক /কৃষাণীদেরকে পরামর্শ প্রদান করে থাকেন । ফল শ্রুতিতে এই সেন্টারের সুযোগ-সুবিধা জনসাধারন অত্যন্ত সহজভাবে পেয়ে থাকেন ও কৃষিতে প্রয়োগ করে কৃষি বিপ্লব সাধন করতে সক্ষম হন ।

তথ্য সংগ্রহ : 

আলামিন 

উপসহকারী উদ্যান কর্মকর্তা

হর্টিকালচার সেন্টার , কুলাউড়া , মৌলভীবাজার ।

মোবাইলঃ ০১৭২৭ - ৫৩৬৭২৫ / ০১৬১৭ - ৫৩৬৭২৫

ই-মেইলঃ daealamin1@gmail.com