Wellcome to National Portal

আমাদের সাথে যোগাযোগ - ( জনাব মোঃ আজিজুর রহমান , নার্সারী তত্ত্বাবধায়ক - ০১৭১৬৩৬৫০৩০,জনাব আলামিন , উপসহকারী উদ্যান অফিসার - ০১৭২৭৫৩৬৭২৫  )

হর্টিকালচার সেন্টার , কুলাউড়া , মৌলভীবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উদ্যান ফসল যেমন - বিভিন্ন ফলের কলম , ফলের চারা ,  শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি চারা , মসলা চারা , শোভাবর্ধনকারী গাছের কাটিং এবং বিভিন্ন ঔষধী গাছের চারা , কলম , কাটিং উৎপাদন ও বিক্রয় করা হয় ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন-৩য় সংশোধিত, (জুলাই/১৫-জুন/২৫)

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন-৩য় সংশোধিত, (জুলাই/১৫-জুন/২৫) 

জিওবি, ড. মোঃ মেহেদি মাসুদ , 

প্রকল্প পরিচালক, 

ফোনঃ ৫৫০২৮৩৮৪, ০১৭১৬২৬০৬৯৫

উদ্দেশ্যঃ 

১) দেশের ৩ টি পাহাড়ী জেলাসহ অন্যান্য জেলার অসমতল ও পাহাড়ী জমি এবং উপকুলীয় ও অন্যান্য অঞ্চলের অব্যবহৃত জমি ও বসতবাড়ীর চার পাশের জমিকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আওতায় এনে উদ্যান ফসলের উৎপাদন বৃদ্ধি 

২) দেশীয় এবং রপ্তানীযোগ্য ফসলের ক্লাষ্টার/ক্লাব ভিত্তিক উৎপাদন বিদ্যমান হর্টিকালচার সেন্টার সমুহের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং প্রস্তাবিত নতুন হর্টিকালচার স্থাপনের মাধ্যমে মান সম্পন্ন ও নতুন জাতের চারা/কলম উৎপাদন বৃদ্ধি। 

৩) প্রদর্শনী ও অন্যান্য টেকসই পদ্ধতির মাধ্যমে উদ্যান ফসলের আধুনিক প্রযুক্তিসমূহ চাষী পর্যায়ে সম্প্রসারণ করা। 

কার্যক্রমঃ 

প্রশিক্ষণ ও শিক্ষা সফর-৯৬২৪ ও ৯৮ ব্যাচ, 

প্রদর্শনী-৮৩১৫০টি, 

যানবাহন ক্রয়-১৫৮ টি, 

কৃষি যন্ত্রপাতি ও অফিস সরঞ্জাম ক্রয়, নির্মাণ ও পূর্ত, নগর বিক্রয় কেন্দ্র, ফল প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী নির্মাণ, ভুমি উন্নয়ন।