Wellcome to National Portal

আমাদের সাথে যোগাযোগ - ( জনাব মোঃ আজিজুর রহমান , নার্সারী তত্ত্বাবধায়ক - ০১৭১৬৩৬৫০৩০,জনাব আলামিন , উপসহকারী উদ্যান অফিসার - ০১৭২৭৫৩৬৭২৫  )

হর্টিকালচার সেন্টার , কুলাউড়া , মৌলভীবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উদ্যান ফসল যেমন - বিভিন্ন ফলের কলম , ফলের চারা ,  শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি চারা , মসলা চারা , শোভাবর্ধনকারী গাছের কাটিং এবং বিভিন্ন ঔষধী গাছের চারা , কলম , কাটিং উৎপাদন ও বিক্রয় করা হয় ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প, (১ম সংশোধিত), (মার্চ/১৯-ডিসেম্বর ২০২৩)

লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প, (১ম সংশোধিত), (মার্চ/১৯-ডিসেম্বর ২০২৩)

জিওবি জনাব ফারুক আহমদ, 

প্রকল্প পরিচালক, 

ফোনঃ০২০৫৫০২৮৬৮৯ / ০১৭১২৯১৭২৬২

উদ্দেশ্যঃ
১) প্রকল্প এলাকায় লেবু জাতীয় ফল চাষ নিবিড়করণ ও প্রায় ১০-১৫% ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা,
২) প্রকল্প এলাকায় অতিরিক্ত ৪০,০০০ মে.টন মাল্টা ও কমলা উৎপাদনের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়,
৩) প্রকল্প এলাকায় মাল্টা ও অন্যান্য লেবু জাতীয় ফল উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের এলাকায় বাইরের ২৫% কৃষকদের উদ্বুদ্ধ করা,
৪) প্রকল্প এলাকার ২০টি সরকারী নার্সারীতে লেবু জাতীয় ফলের মাতৃবাগান স্থাপন ও চারা উৎপাদনের দক্ষতা প্রায় ২৫% বৃদ্ধি করা।

কার্যক্রমঃ
৫৪,১০০টি লেবু জাতীয় ফসলের (মাল্টা, কমলা, বাতাবী লেবু ও লেবু) একক/মিশ্র প্রদর্শনী,
৫০০০টি পুরাতন লেবু জাতীয় ফল বাগান পরিচর্যা,
২০টি নার্সারী ব্যবস্থাপনা, চারা উৎপাদন ও উন্নয়ন,
২০ ব্যাচ অফিসার,
১০০ ব্যাচ এসএএও এবং ১৯৭০ ব্যাচ কৃষক প্রশিক্ষণ,
২৪৬টি উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও ৬১৫টি মাঠ দিবস,
৩টি জাতীয় ও ৩৫টি আঞ্চলিক কর্মশালা